এক নজরে কাগাবলা ইউনিয়ন

কালের স্বাক্ষী হয়ে ৩২টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত  কাগাবলা ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান কাগাবলা ইউনিয়নের আয়তন- ১২ বর্গ মাইল, লোকসংখ্যা: ২0.৭২৯জন, গ্রামের সংখ্যা: ৩২টি, মৌজার সংখ্যা: ১৪টি, হাট/বাজারের সংখ্যা-১টি কাগাবলা বাজার। উপজেলা থেকে সিএনজি, ইজি বাইকের মাধ্যমে সহজ যোগাযোগ ব্যবস্থা-

ইউনিয়নে  শিক্ষার হার: শতকরা ৭৫ ভাগ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১টি, উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-(জুনিয়র স্কুল ১টি), মাদ্রাসা সংখ্যা -৬টি, মসজিদ-৩০টি, গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি,

কাগাবলা ইউনিয়নের গ্রাম সমূহের নাম

বিন্নিগ্রাম,      শেখের ইজরা,   ভূইগাও,     আর্দশগ্রাম,      দক্ষিণ আপার কাগাবলা,       আপার কাগাবলা,  বোরতলা,      গোয়াউরী,    নিজ আথানগিরি,     আথানগিরি,     উইশংকর,        নড়িয়া,    মিঠিপুর,    ইলাশপুর, পুদনাপুর,   বীরগাও   রতনপুর,   নিমারাই,   ব্রাহ্মনকান্দি,     আগিউন,    ধনদাস,    রামপুর,   চুড়াহুন,   শিমুলিয়া,    মিলনপুর,    লখাইরকান্দি,    দৌলতপুর,   সাতবাক,   মোহাম্মদপুর,   পূর্বকাগাবলা,    কাগাবলা উত্তর, কাগাবলা দক্ষিণ।

পরিষদের জনবল- নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

ইউনিয়ন পরিষদ সচিব: ১জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর: ১জন,

ইউনিয়ন গ্রাম পুলিশ সংখ্যা  : ১০